ময়মনসিংহ , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি আমি আমরা সবাই বলেছেন আলী রীয়াজ আখতার হোসেন ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন ​গফরগাঁওয়ে ধানের শীষের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু: সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার তারেক রহমানের আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে প্রার্থীরা যা করতে পারবেন, যা পারবেন না ,নির্বাচনী প্রচারণা শুরু জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ প্যাকেজ লেবেলিং (FOPL) সহ প্রবিধানমালা চুড়ান্ত করার দাবী : সবুজবাংলার শেরপুরের নালিতাবাড়ীতে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার নির্বাচনী প্রচারণা শুরু করবে কোন দল কোথায় শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি তারেক রহমানের পুনরায় চালুর ঘোষণা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের সমাবেশ চলছে সিলেটে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশ শুরুর আগেই সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে এসে জড়ো হন। সমাবেশ শুরুর পরও মিছিল আসছে। সকাল থেকে মাঠ ও আশপাশের এলাকায় ছিল ব্যাপক জনসমাগম, স্লোগান আর ব্যানার-ফেস্টুনে মুখরিত পরিবেশ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশ সফলে গত কয়েকদিন ধরে পুরো সিলেট বিভাগজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। শনিবার সকালে মাঠে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, যা সমাবেশ শুরুর আগ পর্যন্ত চলতে থাকে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম।

তিনি বলেন, দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, ইসলামী ঐক্যজোটের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ আট দলের কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

এই সমাবেশে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ খেলাফত আন্দোলনবাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

সকাল থেকেই এসব দলের নেতাকর্মীরা আলিয়া মাঠে জড়ো হতে থাকেন। বিভিন্ন জেলা থেকে আসা মিছিলগুলো মাঠে প্রবেশের সময় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে মাঠে অবস্থান নেন এবং নিজ নিজ দলের ব্যানার বহন করেন।

 জানা যায়, শনিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই সমাবেশ আসরের আগেই সমাপ্ত হওয়ার কথা রয়েছে। 

মহাসমাবেশকে কেন্দ্র করে সিলেট নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছেসিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থা সমাবেশ বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করছে। মাঠ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সমাবেশে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ দেশীয় রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, গণভোট ও জনগণের ভোটাধিকার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। নেতৃবৃন্দের বক্তব্যে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের রূপরেখাও ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।আয়োজকরা বলছেন, এই মহাসমাবেশের মাধ্যমে ইসলামি ও সমমনা দলগুলোর ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আসন্ন নির্বাচনে তাদের যৌথ অবস্থান আরও স্পষ্ট হবে। সমাবেশ চলাকালে মাঠে আসছে একের পর এক মিছিল, ফলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বৃদ্ধি পাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি আমি আমরা সবাই বলেছেন আলী রীয়াজ

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের সমাবেশ চলছে সিলেটে

আপডেট সময় ০৩:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশ শুরুর আগেই সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে এসে জড়ো হন। সমাবেশ শুরুর পরও মিছিল আসছে। সকাল থেকে মাঠ ও আশপাশের এলাকায় ছিল ব্যাপক জনসমাগম, স্লোগান আর ব্যানার-ফেস্টুনে মুখরিত পরিবেশ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশ সফলে গত কয়েকদিন ধরে পুরো সিলেট বিভাগজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। শনিবার সকালে মাঠে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, যা সমাবেশ শুরুর আগ পর্যন্ত চলতে থাকে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম।

তিনি বলেন, দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, ইসলামী ঐক্যজোটের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ আট দলের কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

এই সমাবেশে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ খেলাফত আন্দোলনবাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

সকাল থেকেই এসব দলের নেতাকর্মীরা আলিয়া মাঠে জড়ো হতে থাকেন। বিভিন্ন জেলা থেকে আসা মিছিলগুলো মাঠে প্রবেশের সময় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে মাঠে অবস্থান নেন এবং নিজ নিজ দলের ব্যানার বহন করেন।

 জানা যায়, শনিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই সমাবেশ আসরের আগেই সমাপ্ত হওয়ার কথা রয়েছে। 

মহাসমাবেশকে কেন্দ্র করে সিলেট নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছেসিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থা সমাবেশ বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করছে। মাঠ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সমাবেশে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ দেশীয় রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, গণভোট ও জনগণের ভোটাধিকার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। নেতৃবৃন্দের বক্তব্যে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের রূপরেখাও ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।আয়োজকরা বলছেন, এই মহাসমাবেশের মাধ্যমে ইসলামি ও সমমনা দলগুলোর ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আসন্ন নির্বাচনে তাদের যৌথ অবস্থান আরও স্পষ্ট হবে। সমাবেশ চলাকালে মাঠে আসছে একের পর এক মিছিল, ফলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বৃদ্ধি পাচ্ছে।