ময়মনসিংহ , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামালপুরে পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ী ছিনতাই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

পুলিশের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে একদল মাদক চোরাকারবারিরা।

ঘটনাটি ঘটেছে গতকাল  শনিবার (১৫ আগস্ট) দিনগত রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নং চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) হাসিব আল মাহফুজের নেতৃত্বে একটি দল পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার কালু মণ্ডলের ছেলে ইয়াবা ব্যবসায়ী নাসিরকে (চিকু) (২৫) ৩৩ পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত চিকুকে নিয়ে থানায় ফেরার সময় বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা পুলিশের কাছ থেকে আসামি নাসির চিকুকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের আঘাতে এএসআই মুজিবুর রহমান ও এএসআই নাইমুর রহমান আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার  ৪ আসামিকে গ্রেফতার করেছেন।
আজ রোববার দুপুরে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম চর পাকেরদহ গ্রামের দুদু মণ্ডলের ছেলে মো. আজিজুল হক বাবু (৩২), ইদু মণ্ডলের ছেলে মো. রাসেল (৩৪), আসাদ মণ্ডলের ছেলে স্বপন (২৮) এবং মৃত কছর মণ্ডলের ছেলে সুজা মণ্ডল (৫৫)।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানা নিয়ে আসার সময় অভিযুক্তরা আসামিকে ছিনিয়ে নেন। এ ঘটনায় মামলা হয়েছে।
রোববার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত ৪ জনকে ৫ দিনের রিমান্ডের চেয়ে দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ী নাসির ওরফে চিকুসহ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জামালপুরে পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ী ছিনতাই

আপডেট সময় ১০:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

পুলিশের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে একদল মাদক চোরাকারবারিরা।

ঘটনাটি ঘটেছে গতকাল  শনিবার (১৫ আগস্ট) দিনগত রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নং চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) হাসিব আল মাহফুজের নেতৃত্বে একটি দল পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার কালু মণ্ডলের ছেলে ইয়াবা ব্যবসায়ী নাসিরকে (চিকু) (২৫) ৩৩ পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত চিকুকে নিয়ে থানায় ফেরার সময় বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা পুলিশের কাছ থেকে আসামি নাসির চিকুকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের আঘাতে এএসআই মুজিবুর রহমান ও এএসআই নাইমুর রহমান আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার  ৪ আসামিকে গ্রেফতার করেছেন।
আজ রোববার দুপুরে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম চর পাকেরদহ গ্রামের দুদু মণ্ডলের ছেলে মো. আজিজুল হক বাবু (৩২), ইদু মণ্ডলের ছেলে মো. রাসেল (৩৪), আসাদ মণ্ডলের ছেলে স্বপন (২৮) এবং মৃত কছর মণ্ডলের ছেলে সুজা মণ্ডল (৫৫)।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানা নিয়ে আসার সময় অভিযুক্তরা আসামিকে ছিনিয়ে নেন। এ ঘটনায় মামলা হয়েছে।
রোববার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত ৪ জনকে ৫ দিনের রিমান্ডের চেয়ে দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ী নাসির ওরফে চিকুসহ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।