গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুই যুবক খুব কাছ থেকে হাদির মাথায় গুলি করে। সিসিটিভি ফুটেজে ঘটনাটি স্পষ্টভাবে ধরা পড়ে। গুরুতর অবস্থায় তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেকের চিকিৎসকেরা জানান, গুলিটি মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বের হয়ে গেলেও কয়েকটি খণ্ড এখনও মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থানান্তর করা হয় তাকে।
হাদির অবস্থা এখনো সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

ডিজিটাল ডেস্ক 






















