ময়মনসিংহ , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জুলাই ঐক্য জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের নিবন্ধন বাতিল চায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

জুলাই ঐক্য’ বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী দুঃশাসনের মূল সহযোদ্ধা হিসেবে কাজ করায় ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে । এ ছাড়াও দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনকে ফ্যাসিস্টদের প্রভাবমুক্ত করার জন্য পাঠ্যপুস্তকে ‘জুলাই বিপ্লব’ অন্তর্ভুক্ত, বিগত ১৬ বছরে সংঘটিত গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছে প্লাটফর্মটি।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় ‘জুলাই ঐক্য’।

লিখিত বক্তব্যে প্লাটফর্মের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করার মাধ্যমে ইন্টারিম সরকার একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে- এটি আমরা স্বাগত জানাই। তবে স্পষ্টভাবে জানাতে চাই, ছাত্র-জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং নিবন্ধন সম্পূর্ণ বাতিল করা। শুধুমাত্র সাময়িক স্থগিতাদেশ সেই দাবির পূর্ণ প্রতিফলন নয়।

তিনি এসময় ‘জুলাই ঐক্যের’ পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, আওয়ামী লীগের নিবন্ধন চিরতরে বাতিল করা, তাদের সকল সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা।

জুলাই ঐক্যের পরবর্তী কর্মসূচি সম্পর্কে মুসাদ্দিক বলেন, আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিতকরণে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে বৈঠকে বসবো। এ ছাড়াও ১৪ দল ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসবো। সচিবালয়ের ভিতরে ষড়যন্ত্রকারীদের প্রমাণসহ তালিকা প্রকাশ ও তা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন সচিব বরাবর হস্তান্তর করা হবে। জুলাই ঘোষণাপত্রের একটা প্রস্তাবনা ছাত্রজনতার সাথে আলোচনা করে ‘জুলাই ঐক্য’র পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জুলাই ঐক্য জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের নিবন্ধন বাতিল চায়

আপডেট সময় ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

জুলাই ঐক্য’ বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী দুঃশাসনের মূল সহযোদ্ধা হিসেবে কাজ করায় ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে । এ ছাড়াও দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনকে ফ্যাসিস্টদের প্রভাবমুক্ত করার জন্য পাঠ্যপুস্তকে ‘জুলাই বিপ্লব’ অন্তর্ভুক্ত, বিগত ১৬ বছরে সংঘটিত গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছে প্লাটফর্মটি।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় ‘জুলাই ঐক্য’।

লিখিত বক্তব্যে প্লাটফর্মের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করার মাধ্যমে ইন্টারিম সরকার একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে- এটি আমরা স্বাগত জানাই। তবে স্পষ্টভাবে জানাতে চাই, ছাত্র-জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং নিবন্ধন সম্পূর্ণ বাতিল করা। শুধুমাত্র সাময়িক স্থগিতাদেশ সেই দাবির পূর্ণ প্রতিফলন নয়।

তিনি এসময় ‘জুলাই ঐক্যের’ পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, আওয়ামী লীগের নিবন্ধন চিরতরে বাতিল করা, তাদের সকল সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা।

জুলাই ঐক্যের পরবর্তী কর্মসূচি সম্পর্কে মুসাদ্দিক বলেন, আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিতকরণে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে বৈঠকে বসবো। এ ছাড়াও ১৪ দল ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসবো। সচিবালয়ের ভিতরে ষড়যন্ত্রকারীদের প্রমাণসহ তালিকা প্রকাশ ও তা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন সচিব বরাবর হস্তান্তর করা হবে। জুলাই ঘোষণাপত্রের একটা প্রস্তাবনা ছাত্রজনতার সাথে আলোচনা করে ‘জুলাই ঐক্য’র পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেব।