যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন দমনে শ্যুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
স্বাধীনতা কাপ ভলিবলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, ক্রীড়াঙ্গনের ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড এবং সংস্থাগুলোর সংস্কার কাজের জন্য গঠিত সার্চ কমিটির মেয়াদ আরও বাড়ানো হবে।
শনিবার (১৯ এপ্রিল) ৮টি সার্ভিসেস দল নিয়ে শুরু হলো স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট ২০২৫। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। সেখানেই তিনি জানান, ‘শ্যুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগীতাতেই মানুষের ওপর গুলি করার জন্য ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা এখন একটু বারতি সতর্কতা সহিত কমিটিগুলো গঠন করছি’।