অনলাইন নিউজ-
ঝিনাইদহের মহেশপুরে এক মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (০৮ জুন) বিকালে উপজেলার রাম চদ্রপুর গ্রামের মাঠ থেকে ফতু হালদার (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া যায়। ফতু হালদার রামচদ্রপুর গ্রামের মৃত ধিরেদ্রনাথ হালদারের ছেলে।
এলাকাবাসী জানান, শনিবার বিকালে এলাকার লােকজন মাঠে ঘাস কাটতে গেলে মাঠের মধ্যে একটি আমগাছের সাথে এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখে চিল্লাচিল্লি শুরু করে পরে থানায় পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে ফতু হালদারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঝুলন্ত লাশ উদ্ধার মহেশপুরে আমবাগান থেকে-
রামচদ্রপুরের ইউপি সদস্য মাছুরা খাতুন জানান, ফতু হালদার একজন মানসিক প্রতিবন্ধী রােগী ছিল। সে কীভাবে এমন হলাে তা আমার জানা নাই।মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, গলাই দড়ি দেওয়া অবস্থায় এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে।