অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেচখালের পাশের ঝোপঝাড়ের মধ্য থেকে ।
আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার যমুনার মাঠ এলাকার জিকে সেচখালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও চেক গেঞ্জি। মরদেহের পাশেই একটি গামছা পাওয়া গেছে। মরদেহের মুখমণ্ডল বিকৃত এবং পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পায়ের আঙুল ও অণ্ডকোষসহ শরীরের কিছু অঙ্গপ্রত্যঙ্গ ছিল না। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।