মোটরসাইকেল আরোহী যুবককে আটক করা হয় কক্সবাজারের টেকনাফে বিজিবি চেকপোস্টে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জসিম উদ্দিন।
অধিনায়ক লে. কর্নেল মো. জসিম উদ্দিন বলেন, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে সংবাদ পাওয়া যায়। তাই এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২৭ মে রাতে উখিয়া ৬৪ বিজিবি হোয়াইক্যং বিওপির টহলদল উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টে আসলে, কর্তব্যরত বিজিবি সদস্যগণ হাইওয়ে সড়ক ব্লক দিয়ে থামানোর চেষ্টা করে। সেই মোটরসাইকেল আরোহী না থামিয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যাওয়া সময় কর্তব্যরত বিজিবি সদস্যরা পিছন থেকে বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে পড়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল মো. একরামকে আটক করে তার কাঁধের ব্যাগে বায়ুরোধী প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে আটক যুবক ও জব্দকরা ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেল সহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।