ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায়। এতে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও ২জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক এবং যাত্রী দেলোয়ার। নিহত আরেকজনের নাম জানা যায়নি। আহতদের উদ্ধারের পর ঠাকুরগাঁও সদর হাসপাতালে হস্তান্তর করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাবলু ফার্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মানিক ও দেলোয়ার। আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
- বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।