ঢাকাবাসীর কাছে অনুরোধ বাসার ছাদে আতশবাজি, রকেটবোমা, পটকা ফুটিয়ে নতুন বছর উদযাপনে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। হাসপাতালে যারা মুমূর্ষু অবস্থায় আছেন তারা কষ্ট পান। এধরনের কার্যক্রম পরিহারের আহ্বান জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত হোসেন।
তিনি বলেন, চকলেট বোম, আতশবাজি, রকেটবোমা, পটকা বন্ধে আমরা অভিযান চালাচ্ছি। এরই মধ্যে ১৭২ কেজি বোম সরঞ্জামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা ও পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে।
নগরবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, শুধু পুলিশ বা পরিবেশ অধিদপ্তর দিয়ে শব্দদূষণ বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে৷ আমরা সকলের সহযোগিতা চাই।
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে কোনও থ্রেট আছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনও থ্রেট নেই।
পুলিশের মনোবল ফিরে এসেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা উৎরিয়ে উঠেছি। আমাদের এখনো কোনও সমস্যা নেই। আমরা যে কোমায় যাওয়ার অবস্থায় গিয়েছিলাম, সেটি থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো।