ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি প্রক্রিয়ায় ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তবে নির্ধারিত সময়ে ৯ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী ভর্তির নিশ্চয়ন সম্পন্ন করেন। শিক্ষক প্রতিনিধিদের আশা, আগামী ১ জানুয়ারি থেকেই নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে।
এর আগে, গত রবিবার রাজধানীর হাইকোর্ট-মৎস্য ভবন সড়কে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন। সেই কর্মসূচি এখনও চলমান রয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভূক্ত সাতটি কলেজ হলো- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভূক্ত সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

ডিজিটাল ডেস্ক 

























