গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব বিশ্ববিদ্যালয় হকারমুক্ত ও ফুটপাতের দোকানীমুক্ত করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা উচিত।
রাশেদ খান আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই আন্তর্জাতিক মানের করার উদ্যোগ নিতে হবে। কোনো আবেগ বা মায়া দিয়ে শৃঙ্খল রাষ্ট্র গঠনে হস্তক্ষেপ করা উচিত নয়। বরং দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনে পারস্পরিক সহায়তা ও সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, শুধুমাত্র বিরোধী রাজনীতি বা আদর্শিক মতপার্থক্যের কারণে কারও ভালো কাজের বিরোধিতা করলে দেশ কখনোই উন্নত ও সমৃদ্ধ হবে না। আসুন, ভালো কাজে সবাইকে সমর্থন করি।

স্টাফ রিপোর্টার 
























