ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রীদের নতুন হল নির্মাণের আগ পর্যন্ত অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন একদল নারী শিক্ষার্থী। আজ সোমবার (০৬ জানুয়ারি) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিকেল ৫টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।
নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাড়ি
এর আগে, গতকাল রবিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন তারা।