ময়মনসিংহের তারাকান্দায় গত ৫ আগস্টের পর থেকে ১০ ইউনিয়নের সব চেয়ারম্যানই অফিসে অনুপস্থিত রয়েছেন। এর ফলে জটিলতা তৈরি হয়েছে। প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হলেও তারা সঠিকভাবে দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজ করতে না পারায় চরম ব্যাঘাত ঘটছে। ভোগান্তির শিকার হচ্ছেন নাগরিকরা।
তাই রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মুফিদুল আলমের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের মাঝে এসব ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
তারাকান্দা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারাকান্দা উপজেলা সমবায় অফিসারকে। বানিহালা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সমাজসেবা অফিসারকে। কাকনী ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। গালাগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা কৃষি অফিসার। বালিখা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
এছাড়া, ঢাকুয়া ও রামপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। কামারিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন ভেটেরিনারি সার্জন। কামারগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন উপজেলা আইসিটি অফিসার। বিসকা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।