আজ ময়মনসিংহ নগরীর “পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ে “তারুণ্য উৎসব”পালিতো হয়েছে।
আজ এক ভিন্নধর্মী অনুষ্ঠান হয় সেখানে।উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এক নতুন চিন্তা-ভাবনা ফুটিয়ে তুলেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে।
মেয়েদের আত্মনির্ভরশীল হয়ে উঠার প্রেরণা দিয়ে তারণ্যের উৎসবে মেয়েদের হাতে তৈরিকৃত খাবার,ওষুধপত্র, বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের স্টল বসে এই উৎসবে।
এর মূল কারণ ছিল চাকুরীর পাশাপাশি মেয়েরা যেন নিজেদের ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে।চাকুরী না পেয়ে হতাশায় না ভুবে এক জন উদ্যোক্তা হিসেবে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবে।
স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের সাথে কথা বলে জানা যায়,তারা চায় প্রতিটি শিক্ষার্থী স্বাবলম্বী হয়ে উঠুক।কেউ চাকুরী না পেয়ে পিছিয়ে না পরে যেন নিজেকে এক জন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে,একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারে সেই প্রেরণা যোগাতেই তাদের এই আয়োজন।
শিক্ষার্থীদের সাথেও কথা বলে জানা যায়,তারা এই তারণ্যের উৎসবের আয়োজন থেকে নতুন কিছু জানতে পারলো।নিজেদের নতুন এক রূপে আবিষ্কার করেছে।