ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার তুরস্কের হুঁশিয়ারি ইরানে যুদ্ধ নিয়ে সরকার-প্রশাসন নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, শেরপুরের ঘটনা সেটারই ফল বলেন হাসনাত বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত শেরপুর জেলা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে ‘এয়ার ফোর্স ওয়ান’, তারেক রহমানের প্রিয় সিনেমা দেখেছেন আটবার জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে যুক্তরাজ্যের সতর্কবার্তা জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে:তারেক রহমান গৌরীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারেক রহমান আজ রাজশাহী ও বগুড়ায় যাচ্ছেন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকালে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষ্যে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি।

বগুড়ার সন্তান হিসেবে ঘরের ছেলে ঘরে আসছেন দীর্ঘ ১৯ বছর পর।  তারেক রহমানের প্রতি এ অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসা আছে। জনগণ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। জনসভায় তারেক রহমান ভবিষ্যত্ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন।

বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, নির্বাচনি জনসভায় যোগ দিতে তারেক রহমান আজ প্রথমে রাজশাহীতে আসবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহীতে পৌঁছাবেন। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। বিকালে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন।

নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন। জনসভা শেষে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করবেন। তার আগমন উপলক্ষ্যে হোটেলটি সজ্জিত করা হয়েছে।

সূত্রটি আরো জানায়, বগুড়ায় এসে তারেক রহমান বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। এরপর ৩০ জানুয়ারি সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন। এদিন তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পৃথক পথসভা করবেন। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়ীর পিতৃভূমিতে পা রাখবেন। সেখান থেকে আবারও হোটেলে ফিরে রাতযাপন করবেন। পরের দিন ৩১ জানুয়ারি সকালে তিনি রংপুরের উদ্দেশে রওনা হবেন।

এদিকে, তারেক রহমানের নির্বাচনি জনসভা সফল করতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা মাঠের তদারকি করছেন।

২২ বছর পর আজ রাজশাহী আসছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার রাজশাহী আসছেন। এদিন (বৃহস্পতিবার) দুপুরে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। তিনি রাজশাহী অঞ্চলের মানুষের জন্য নিজের ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষে ভোট চাইবেন। এ উপলক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার তুরস্কের হুঁশিয়ারি ইরানে যুদ্ধ নিয়ে

তারেক রহমান আজ রাজশাহী ও বগুড়ায় যাচ্ছেন

আপডেট সময় ০৯:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকালে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষ্যে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি।

বগুড়ার সন্তান হিসেবে ঘরের ছেলে ঘরে আসছেন দীর্ঘ ১৯ বছর পর।  তারেক রহমানের প্রতি এ অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসা আছে। জনগণ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। জনসভায় তারেক রহমান ভবিষ্যত্ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন।

বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, নির্বাচনি জনসভায় যোগ দিতে তারেক রহমান আজ প্রথমে রাজশাহীতে আসবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহীতে পৌঁছাবেন। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। বিকালে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন।

নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন। জনসভা শেষে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করবেন। তার আগমন উপলক্ষ্যে হোটেলটি সজ্জিত করা হয়েছে।

সূত্রটি আরো জানায়, বগুড়ায় এসে তারেক রহমান বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। এরপর ৩০ জানুয়ারি সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন। এদিন তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পৃথক পথসভা করবেন। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়ীর পিতৃভূমিতে পা রাখবেন। সেখান থেকে আবারও হোটেলে ফিরে রাতযাপন করবেন। পরের দিন ৩১ জানুয়ারি সকালে তিনি রংপুরের উদ্দেশে রওনা হবেন।

এদিকে, তারেক রহমানের নির্বাচনি জনসভা সফল করতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা মাঠের তদারকি করছেন।

২২ বছর পর আজ রাজশাহী আসছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার রাজশাহী আসছেন। এদিন (বৃহস্পতিবার) দুপুরে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। তিনি রাজশাহী অঞ্চলের মানুষের জন্য নিজের ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষে ভোট চাইবেন। এ উপলক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।