আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আজ (২৭ অক্টোবর) ভার্চুয়ালি বৈঠক করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বিকেল পাঁচটায় গুলশান বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে লন্ডন থেকে সরাসরি সংযোগ স্থাপন করবেন এবং মাঠে থাকা মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আলোচনা করবেন।
বৈঠকে তারেক রহমান মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের উদ্দেশে বার্তা দেবেন যে, দল যাকে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচনে খুলনা বিভাগের অধিকাংশ আসনে ধানের শীষ প্রতীক জয়লাভ করবে। খুলনা বিভাগের শতাধিক মনোনয়ন প্রত্যাশী ইতিমধ্যেই ধানমন্ডি কার্যালয়ের ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণের জন্য ডাক পেয়েছেন।

অনলাইন ডেস্ক 






















