এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ছয় সিনেমা ঘিরে দর্শকদের বেশ উন্মাদনা লক্ষ্য করা গেছে। সিঙ্গেল হল থেকে শুরু করে মাল্টিপ্লেক্সগুলোতে টিকিট নিয়ে চলছে হাহাকার। এমতাবস্থায় ‘দাগি’ সিনেমার নেগেটিভ রিভিউ ইস্যুতে আইনি ব্যবস্থা নিবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে এমনটা জানান এই প্রযোজক।
এসময় তিনি বলেন, আমরা দেখেছি কোনো একটি সিনেমার রিভিউ দাগি বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব।
একটি ভিডিওতে দেখেছি যেখানে বলা হচ্ছে, ‘এটি একটি জঘন্য সিনেমা। আমরা টিকিট না পেয়ে এই সিনেমা দেখেছিলাম।
খুব খারাপ।’ পাশে দাগির পোস্টার, যেন এটা দাগির রিভিউ। এতদিন ধরে একটাও নেগেটিভ রিভিউ পেলাম না, হঠাৎ করে কেন এই ধরনের রিভিউ যে, এত খারাপ সিনেমা!
এরপর হুঁশিয়ারি দিয়ে এই প্রযোজক আরো বলেন, যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর কেউ এরকম ঔদ্ধত্য দেখাবেন না, আবারো যদি কেউ এরকম করেন তাহলে আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।
প্রসঙ্গত, আলফা আই প্রযোজিত ‘দাগি’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহিদ্দুজামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু প্রমুখ।