ময়মনসিংহ , রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমানের সমাবেশ, ভোর থেকেই পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল চট্টগ্রামে বাতিল হলো জবির আন্তঃবিভাগ ফুটবল ম্যাচ জামায়াতের সমাবেশের কারণে রান্নার চুলা জ্বালাতে হিমশিম খাচ্ছে মানুষ, গ্যাস ও এলপিজির সংকট প্রায় ২২ হাজার অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত বলেছেন প্রণয় ভার্মা ‘ ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে জনগণ জামায়াত আমিরের মধ্যে’ নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না বলে মন্তব্য করেছেন জি এম কাদের জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে জানিয়েছেন শফিকুর রহমান গৌরীপুরে আনসার-ভিডিপি’র সদস্যদের স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার সড়ক সংস্কার ও মেরামত নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ অসুস্থ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুদকের অভিযান ‘ব্রাজিল বাড়িতে’

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলোর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তেল চুরির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসাবে নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ব্রাজিল বাড়ি’তে অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

গত রোববার (১৯ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়। সেদিন সন্ধ্যায় দুদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তেল চুরি’, ‘ব্রাজিল বাড়ি’ ও তাদের আয়েশি জীবন’ শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর যমুনা তেল কোম্পানির গেজার ও শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতা জয়নাল আবেদীন ওরফে টুটুলের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। তিনি ‘ব্রাজিল বাড়ি’ নামে পরিচিত হয়ে ওঠা ওই বাড়িটির মালিক।

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে দুদকের পাঠানো বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, অভিযানের সময় যমুনা তেল কোম্পানির গেজার মো. জয়নাল আবেদীন নির্মিত ‘ব্রাজিল বাড়ি’ নামের স্থাপনা সরেজমিন পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের সময় জয়নাল আবেদীন কর্তৃক অবৈধ সম্পদ অর্জন–সংক্রান্ত প্রাথমিক তথ্যও সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র, তথ্যসমূহ বিশদভাবে পর্যালোচনা করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

প্রসঙ্গত, ২০১৮ সালে বিশ্বকাপ চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লার ছয়তলা এই বাড়ির পুরোটাই আঁকা হয় ব্রাজিলের পতাকা দিয়ে। ফলকে লেখা নাম ‘ব্রাজিল বাড়ি’। ওই সময় ফুটবল বিশ্বকাপ চলার সময় বাড়িটিতে গিয়েছিলেন ঢাকায় ব্রাজিলের তৎকালীন রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরিয়া জুনিয়র। এরপর থেকে বাড়িটি ‘ব্রাজিল বাড়ি’ নামে পরিচিত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সমাবেশ, ভোর থেকেই পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল চট্টগ্রামে

দুদকের অভিযান ‘ব্রাজিল বাড়িতে’

আপডেট সময় ১০:১৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলোর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তেল চুরির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসাবে নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ব্রাজিল বাড়ি’তে অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

গত রোববার (১৯ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়। সেদিন সন্ধ্যায় দুদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তেল চুরি’, ‘ব্রাজিল বাড়ি’ ও তাদের আয়েশি জীবন’ শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর যমুনা তেল কোম্পানির গেজার ও শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতা জয়নাল আবেদীন ওরফে টুটুলের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। তিনি ‘ব্রাজিল বাড়ি’ নামে পরিচিত হয়ে ওঠা ওই বাড়িটির মালিক।

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে দুদকের পাঠানো বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, অভিযানের সময় যমুনা তেল কোম্পানির গেজার মো. জয়নাল আবেদীন নির্মিত ‘ব্রাজিল বাড়ি’ নামের স্থাপনা সরেজমিন পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের সময় জয়নাল আবেদীন কর্তৃক অবৈধ সম্পদ অর্জন–সংক্রান্ত প্রাথমিক তথ্যও সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র, তথ্যসমূহ বিশদভাবে পর্যালোচনা করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

প্রসঙ্গত, ২০১৮ সালে বিশ্বকাপ চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লার ছয়তলা এই বাড়ির পুরোটাই আঁকা হয় ব্রাজিলের পতাকা দিয়ে। ফলকে লেখা নাম ‘ব্রাজিল বাড়ি’। ওই সময় ফুটবল বিশ্বকাপ চলার সময় বাড়িটিতে গিয়েছিলেন ঢাকায় ব্রাজিলের তৎকালীন রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরিয়া জুনিয়র। এরপর থেকে বাড়িটি ‘ব্রাজিল বাড়ি’ নামে পরিচিত হয়ে ওঠে।