চট্টগ্রামের হালিশহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আকবর নামে এক যুবক খুন হয়েছেন।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাতে হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরির শাপলা আবাসিকের মুখে এ ঘটনা ঘটে।
নিহত আকবর স্থানীয় একটি লোহার ডিপোতে কাজ করত।
নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে এসে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত আকবরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। ঘটনাটি অনেকে দেখলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি।
হামলাকরীরা চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামলাকরীরা চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক 





















