ময়মনসিংহ , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশে এসে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করুন বললেন এনসিপি নেতা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে চাঁদাবাজিতে ‘পৃষ্ঠপোষকতা’ করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন।

গত শনিবার (১২ জুলাই) ঢাকায় দলের এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এসব কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে থাকা আকরাম হুসেইন।

বিএনপি জনগণের আস্থাভাজন হয়ে উঠতে না পারলে তাদেরকেও জুলাইয়ে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।‌ জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা শক্তি হিসেবে যা আমরা কখনো চাই না।’

পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাকে তুলে ধরে গুলশানের সমাবেশে আকরাম আরও বলেন, ‘সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর, তা ভাষায় ব্যক্ত করার মত নয়। যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী মেসেজ দিতে চায়, তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কী করবে, ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। আমরা এ জঘন্য, নারকীয় হত্যার তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ ও ধিক্কার জানাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনসিপির সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ, গুলশান জোনের প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম ও সরদার আমিরুল ইসলাম সাগর বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এসে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করুন বললেন এনসিপি নেতা

আপডেট সময় ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে চাঁদাবাজিতে ‘পৃষ্ঠপোষকতা’ করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন।

গত শনিবার (১২ জুলাই) ঢাকায় দলের এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এসব কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে থাকা আকরাম হুসেইন।

বিএনপি জনগণের আস্থাভাজন হয়ে উঠতে না পারলে তাদেরকেও জুলাইয়ে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।‌ জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা শক্তি হিসেবে যা আমরা কখনো চাই না।’

পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাকে তুলে ধরে গুলশানের সমাবেশে আকরাম আরও বলেন, ‘সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর, তা ভাষায় ব্যক্ত করার মত নয়। যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী মেসেজ দিতে চায়, তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কী করবে, ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। আমরা এ জঘন্য, নারকীয় হত্যার তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ ও ধিক্কার জানাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনসিপির সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ, গুলশান জোনের প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম ও সরদার আমিরুল ইসলাম সাগর বক্তব্য রাখেন।