নির্বাচনে দেড়ি করার ফলে ধানমন্ডি ৩২ এর আগুন লাগার মত ঘটনা ঘটেছে এমন মন্তব্য করেছেন জয়নুল আবেদিন ফারুক।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের টকশোতে উপস্থিত ছিলেন তিনি সেখানে এক প্রসঙ্গে এমন মন্তব্য করে বসেন।
তিনি বলেন, ডক্টর ইউনুসকে আমার খুবই পছন্দ। কারণ তিনি চাচ্ছেন দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আসুক, দেশের চলমান রাজনৈতিক সংকট দূর হোক, আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আসুক, মৃত ব্যক্তির ভোট বন্ধ হোক, নির্বাচনী দখল বন্ধ হোক, রাতে ভোট না হওয়া বন্ধ হোক।
তিনি আরো বলেন, তবে ডক্টর ইউনুস ছয় মাস দেড়ি করে ফেলেছে। ধানমন্ডি ৩২ এ আগুন, ঢাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে আগুন। এসব কিছু হতো না যদি না ডঃ ইউনুস ছয় মাস দেড়ি করত।
ঢাকার কথা তুলে তিনি বলেন, আমি গ্রামে কখনো খেলে মানুষ বলেই ঢাকা শহর দাবির শহর হয়ে গেল। এটি আগেও ছিল কিন্তু তখন হাসিনা কঠোর হাতে দমন করেছে।