নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরীর সরঞ্জাম, বিপুল পরিমাণ নগদ টাকা ও ৭টি মোবাইলসহ ৬ মাদককারবারিকে আটক করেছে সেনাকাম্পের সদস্যরা। গতকাল (৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে খাশিয়াল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চোরখালীর শীর্ষ মাদক ব্যবসায়ী রফিকুল মোল্যা, খাসিয়াল গ্রামের আকবর উদ্দিন, হাসমত বিশ্বাস, হাসমত বিশ্বাসের ছেলে নাঈম বিশ্বাস, হাসমত বিশ্বাসের স্ত্রী বিনা বেগম, পুঠিমারী গ্রামের আকাশ।
সেনাবাহিনী জানায়, নিয়মিত টহল চলাকালে পুটিমারী বাজারের পাশে একটি স্কুলের ফ্যান চুরি করার সময় আকাশ নামে এক চোরকে আটক করে সেনাবাহিনী কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
পরে জিজ্ঞাসাদে তার দেয়া তথ্য মতে মাদক ব্যবসায়ী আকবরের বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাজা, চারটি দেশীয় অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
এ সময় মাদক ডিলার রফিকুল এবং মাদক ব্যবসায়ী আকবর ও তার স্ত্রী এবং ২ সহযোগীকে আটক করা হয়।

নড়াইল প্রতিনিধি 






















