বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। অন্যায়ের ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, ন্যায়ের পক্ষে লড়াই, আল্লাহর দ্বীন কায়েমের লড়াই। যতদিন কেয়ামত না হবে ততদিন লড়াই অব্যাহত থাকবে। এর ভেতরেই আমরা আশা করি বাংলাদেশে কোরআন, সুন্নাহর আইন কায়েম হবে।
শনিবার (৫ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বিশ্ব রোডে এক পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, মানবীয় মানবিক মর্যাদা দেওয়ার জন্য, বৈষম্যহীন ও দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য কুরআন সুন্নাহর আইনের বিকল্প নেই। এজন্য যুবকদের সঙ্গে নিতে হবে। কারণ দুনিয়ার কোনো সমাজ যুবক ছাড়া পরিবর্তন হয়নি। বাংলাদেশেও যুবকের নেতৃত্বে পরিবর্তন এসেছে। এই যুবকদের জন্য একটা শান্তির নীড় বাংলাদেশ গড়ে তুলতে চাই। সুতরাং, যুবকদের জন্য আমাদের আহ্বান সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে, বাংলাদেশকে একটি মানবিক দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।
এ সময় জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাওলানা. মোশাররফ হোসেন, উপজেলা নায়েবে আমীর শরীফ মোহাম্মদ রুকন উদ্দিন, দাউদকান্দি পৌর আমির আবুল কাশেম প্রধানীয়া, উপজেলা সেক্রেটারি মু. মনিরুজ্জামান, উপজেলা যুব বিভাগের সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান আরিফ, জামায়াত নেতা মোখলেসুর রহমান, মেজবা উদ্দিন মিয়াজী, তৌফিক রুবেল, ইসমেইল হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।