শেরপুরের নালিতাবাড়ী হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ও কলেজ ও তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে রক্তে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, হিরণ্ময়ী স্কুল ও কলেজের অধক্ষ আমিনুল হক, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক কাজল, নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সীমিতর সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের আঁকা চিত্র পরিদর্শন করেন। পরে অনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।