গতকাল মঙ্গলবার ভোরে নালিতা বাড়ি থানা পুলিশের অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপ গাড়িসহ ৬০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ আটক করেছে ।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
থানা পুলিশ জানায়, সীমান্ত এলাকায় পিকআপযোগে ভারতীয় মদ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পাহাড়ে পালিয়ে যায় এবং পিকআপ চালক পালানোর উদ্দেশ্যে গাড়ির গতি বাড়িয়ে দেয়। পুলিশ সিএনজি নিয়ে পিকআপটি ধাওয়া করে। এক পর্যায়ে কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার গ্রাম্য রাস্তায় ঢুকলে পিকআপ গাড়িটি খড়ের গাদায় লাগিয়ে দিয়ে চালক পালিয়ে যায়। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে মাছ নেওয়ার ড্রামের মধ্যে রাখা ২ টি বস্তায় ২ ব্র্যান্ডের ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে , পিকআপটি জব্দ করেছে।

খন্দকার আব্দুল আলীম,শেরপুর প্রতিনিধি 
























