নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর নাহিদ হাসান (১৪)নামের এক স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের পবিস-১ এর বিদ্যুৎ উপকেন্দ্রের পার্শের রেলপথের পাদদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত নাহিদ হাসান পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুঁনিয়া ইউপি’র খানপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও উপজেলার মাদারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী (ক্লাস রোল-৪)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল প্রায় সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে সে নিখোঁজ হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ হাসান গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে তার এসএসসি পরীক্ষার্থী আপন বড়বোন মীম খাতুনকে সঙ্গে নিয়ে বাড়ী থেকে ভাঙ্গুড়া জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসে।সে বোনকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে দেয়। এ সময় বাড়িতে মোবাইল ফোনে কথা বলে স্কুল গেটেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সকাল প্রায় ১১টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পেয়ে স্বজনেরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। খুঁজে কোথাও না পেয়ে রাতেই পিতা নূর মোহাম্মদ ভাঙ্গুড়া থানায় জিডি করে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথ সংলগ্ন পবিস-১এর গ্রিডলাইনের পার্শ্বে (চারখাম্বা) একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে স্থানীয়রা খবর দেয়।পুলিশ সংবাদ পেয়ে(নিহতের স্বজনেরা লাশটি শনাক্ত করে)লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
ভাঙ্গুড়া থানার ওসি(তদন্ত) আব্দুল করিম জানান,নিহতের মাথা ও পেটে সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত রিপোর্টে।