ময়মনসিংহ , রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেপালি অভিনেতা বাংলাদেশি সিনেমায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

পরিচালক তন্ময় সূর্য উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। আর এতে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

২০১৩ সালে ‘উমা’ সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হলেও পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে জনপ্রিয়তা পান প্রমোদ।

বর্তমানে নেপালি ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ভিলেন তিনি।

তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হোয়াইট সান’, ‘গ্যাংস্টার ব্লুজ’, ‘চিত্রা’, ‘অদৃশ্য’, ‘পিতাম্বর’, ‘অগস্ত্য চ্যাপ্টার ১’ ইত্যাদি।

গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে হাঙর সিনেমার ফার্স্ট লুক টিজার। এতে অ্যাকশন অবতারে পাওয়া গেল প্রমোদকে।

তিনি জানান, বাংলাদেশের সিনেমায় কাজ করে খুবই ভালো লেগেছে তার। ভবিষ্যতে নেপালের পাশাপাশি ঢালিউডেও নিয়মিত হতে চান তিনি।

হাঙরের গল্প প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, ‘উপকূলের মানুষের জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকে। ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে পড়ে অনেক সময়। না চাইতেও অনেকে অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। সেই মানুষদের গল্পই দেখা যাবে হাঙর সিনেমায়।’

হাঙরে নেপালি অভিনেতাকে নেওয়া প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, ‘চার-পাঁচ বছর আগে নেপালে একটি কাজে গিয়েছিলাম। সে সময় শুটিং সেটে প্রমোদ এসেছিলেন। তাঁকে দেখে মনে হয়েছিল, হাঙর গল্পে এমন কাউকে হলে মানাবে। তাকে অভিনয়ের প্রস্তাব দিই। গল্প শোনার পর তিনি রাজি হন। এরপর তিনি বাংলা শেখার জন্য সময় নেন। আমাদেরও পুরো কাজ গুছিয়ে আনতে কিছু সময় লাগে। অবশেষে গত বছর আমরা হাঙর সিনেমার শুটিং করি।’

রোজার ঈদে মুক্তির পরিকল্পনা জানিয়ে নির্মাতা বলেন, ‘আমরা চাইছি রোজার ঈদেই সিনেমাটি মুক্তি দিতে। কিন্তু ঈদকে কেন্দ্র করে অনেকে সিনেমা নিয়ে আসতে চাইছেন। তাই হল পাওয়ার একটা বিষয় আছে। এখন পর্যন্ত রোজার ঈদকে কেন্দ্র করেই আমরা এগিয়ে যাচ্ছি। এ ছাড়া নেপালেও মুক্তির পরিকল্পনা আছে। প্রমোদ খুব করে চাইছেন নেপালে হাঙর মুক্তি দিতে।’

হাঙর সিনেমায় আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল, মাহফুজ মুন্না প্রমুখ। পরিচালনার পাশাপাশি হাঙরের চিত্রনাট্য লিখেছেন তন্ময় সূর্য। সিনেমাটি নির্মিত হচ্ছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালি অভিনেতা বাংলাদেশি সিনেমায়

আপডেট সময় ১১:১৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

পরিচালক তন্ময় সূর্য উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। আর এতে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

২০১৩ সালে ‘উমা’ সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হলেও পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে জনপ্রিয়তা পান প্রমোদ।

বর্তমানে নেপালি ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ভিলেন তিনি।

তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হোয়াইট সান’, ‘গ্যাংস্টার ব্লুজ’, ‘চিত্রা’, ‘অদৃশ্য’, ‘পিতাম্বর’, ‘অগস্ত্য চ্যাপ্টার ১’ ইত্যাদি।

গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে হাঙর সিনেমার ফার্স্ট লুক টিজার। এতে অ্যাকশন অবতারে পাওয়া গেল প্রমোদকে।

তিনি জানান, বাংলাদেশের সিনেমায় কাজ করে খুবই ভালো লেগেছে তার। ভবিষ্যতে নেপালের পাশাপাশি ঢালিউডেও নিয়মিত হতে চান তিনি।

হাঙরের গল্প প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, ‘উপকূলের মানুষের জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকে। ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে পড়ে অনেক সময়। না চাইতেও অনেকে অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। সেই মানুষদের গল্পই দেখা যাবে হাঙর সিনেমায়।’

হাঙরে নেপালি অভিনেতাকে নেওয়া প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, ‘চার-পাঁচ বছর আগে নেপালে একটি কাজে গিয়েছিলাম। সে সময় শুটিং সেটে প্রমোদ এসেছিলেন। তাঁকে দেখে মনে হয়েছিল, হাঙর গল্পে এমন কাউকে হলে মানাবে। তাকে অভিনয়ের প্রস্তাব দিই। গল্প শোনার পর তিনি রাজি হন। এরপর তিনি বাংলা শেখার জন্য সময় নেন। আমাদেরও পুরো কাজ গুছিয়ে আনতে কিছু সময় লাগে। অবশেষে গত বছর আমরা হাঙর সিনেমার শুটিং করি।’

রোজার ঈদে মুক্তির পরিকল্পনা জানিয়ে নির্মাতা বলেন, ‘আমরা চাইছি রোজার ঈদেই সিনেমাটি মুক্তি দিতে। কিন্তু ঈদকে কেন্দ্র করে অনেকে সিনেমা নিয়ে আসতে চাইছেন। তাই হল পাওয়ার একটা বিষয় আছে। এখন পর্যন্ত রোজার ঈদকে কেন্দ্র করেই আমরা এগিয়ে যাচ্ছি। এ ছাড়া নেপালেও মুক্তির পরিকল্পনা আছে। প্রমোদ খুব করে চাইছেন নেপালে হাঙর মুক্তি দিতে।’

হাঙর সিনেমায় আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল, মাহফুজ মুন্না প্রমুখ। পরিচালনার পাশাপাশি হাঙরের চিত্রনাট্য লিখেছেন তন্ময় সূর্য। সিনেমাটি নির্মিত হচ্ছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে।