পটুয়াখালীর গলাচিপায় ৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।আজ শনিবার (১২ এপ্রিল) পৌরসভার সরকারি কলেজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো অসিম মিয়ার ফলের দোকান, মিরাজের মুদি ও মনোহরী, গোপালের সেলুন, আবুল কালাম আকনের ডলফিন বাস কাউন্টার, ইলিয়াস হোসেনের স্টেশনারি, নাসির উদ্দিনের ভাতের হোটেল, মুজিবর রহমানের স্টেশনারি, মনির হোসেনের স্টেশনারি এবং খলিল মিয়ার চায়ের দোকান।
পরে রাত ৪টার দিকে মানুষের আগুন আগুন বলে ডাক চিৎকার শুনে ছুটে আসি। আমাদের ডাক চিৎকার শুনে পাশেই অবস্থানরত সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যরা ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। পরে ফায়ার সার্ভিসের টিম ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।