পবিত্র ঈদে ময়মনসিংহ শহরে চলাচলরত রিকশা ও অটো রিক্সা চালকদের মাঝে ঈদের খাবার বিতরণ করেছে আনন্দমোহন কলেজ এইচএসসি ৯৫ ব্যাচ।
ময়মনসিংহ শহরের কাচিঝুলি মোড়ে প্রায় তিন শতাধিক রিকশা চালকদের মধ্যে ঈদের খাবার বিতরণ করা হয়।
ঈদের দিন হোটেল রেস্তোরা বন্ধ থাকার কারণে শহরে চলাচলরত ভ্রাম্যমাণ রিকশাচালকরা সারাদিন অভুক্ত অবস্থায় রিকশা চালায়। ঈদের দিন হলেও তারা ঈদের খাদ্য গ্রহণ করতে পারেনা।
আয়োজকরা জানান ঈদের দিন এইসব অভুক্ত রিক্সা চালকদের মুখে ঈদের খাবার তুলে দিয়ে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির লক্ষ্য নিয়েই আনন্দ মোহন কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের এই আয়োজন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম তার বক্তব্যে এই রকম ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । পাশাপাশি আগামীতে এএমসি, এইচএসসি – ৯৫ ব্যাচের পাশাপাশি সমাজের অন্যান্য স্বচ্ছল ব্যক্তিবর্গ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এই ধরনের উদ্যোগ গ্রহণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
আনন্দমোহন এইচএসসি ৯৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী হাসনাত জামান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এমএ মোহাম্মদ আলী, এএমসি এইচএসসি -৯৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী ডাঃ একেএম মুস্তাফিজুর রহমান মিন্টু, মোহাম্মদ অলিউল্লাহ্ স্বপন, অধ্যাপক আহাম্মদ হাসান জিন্নাহ, ডাঃ হরিমোহন পন্ডিত নিউটন, শামসুল্লাহ্ সাগর, অধ্যাপক কামরুল হাসান, অধ্যাপক মনির মোস্তফা, নূরে আলম শিশির, মোখলেছুর রহমান জুয়েল, ফরিদ আহাম্মেদ, হুমায়রা তাসরিন শাম্মী প্রমুখ ।