ময়মনসিংহ , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকিস্তান দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠান ঢাকায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ঢাকায় পাকিস্তানের হাইকমিশন এক বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপন করেছে। সকালে চ্যান্সেরিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার সাইদ আহমেদ মারুফ জাতীয় সঙ্গীতের সাথে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেন, যা পাকিস্তান প্রতিষ্ঠার ঐতিহাসিক দিন ২৩ মার্চ ১৯৪০-এর স্মৃতিচারণ।

আজ রোববার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে পাক দূতাবাস।

আরও বলা হয়েছে, অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, এবং উপ-প্রধানমন্ত্রী ও  পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের বার্তা পাঠানো হয়, যা পাকিস্তানের অগ্রগতি ও ঐক্য প্রতিষ্ঠায় দেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এসব বার্তায় দেশের ভবিষ্যতের জন্য সম্মিলিত প্রচেষ্টা ও একতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।

হাইকমিশনার সাইদ আহমেদ মারুফ তার বক্তব্যে পাকিস্তানি কমিউনিটির সদস্যদের পাকিস্তান দিবসের জন্য শুভেচ্ছা জানান।  তিনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য যেসব ত্যাগ হয়েছে, তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, আজকের এই দিনে সেই ঐতিহ্যকে সম্মান জানানো প্রয়োজন।  পাকিস্তানের প্রতিষ্ঠাতা নেতাদের দর্শন অনুসরণ করে এক শক্তিশালী, সমৃদ্ধ এবং উন্নত পাকিস্তান গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  তিনি বাংলার নেতাদেরও পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য স্মরণ করেন।

অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মিডিয়া প্রতিনিধি এবং বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তান দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠান ঢাকায়

আপডেট সময় ১২:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

ঢাকায় পাকিস্তানের হাইকমিশন এক বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপন করেছে। সকালে চ্যান্সেরিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার সাইদ আহমেদ মারুফ জাতীয় সঙ্গীতের সাথে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেন, যা পাকিস্তান প্রতিষ্ঠার ঐতিহাসিক দিন ২৩ মার্চ ১৯৪০-এর স্মৃতিচারণ।

আজ রোববার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে পাক দূতাবাস।

আরও বলা হয়েছে, অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, এবং উপ-প্রধানমন্ত্রী ও  পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের বার্তা পাঠানো হয়, যা পাকিস্তানের অগ্রগতি ও ঐক্য প্রতিষ্ঠায় দেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এসব বার্তায় দেশের ভবিষ্যতের জন্য সম্মিলিত প্রচেষ্টা ও একতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।

হাইকমিশনার সাইদ আহমেদ মারুফ তার বক্তব্যে পাকিস্তানি কমিউনিটির সদস্যদের পাকিস্তান দিবসের জন্য শুভেচ্ছা জানান।  তিনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য যেসব ত্যাগ হয়েছে, তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, আজকের এই দিনে সেই ঐতিহ্যকে সম্মান জানানো প্রয়োজন।  পাকিস্তানের প্রতিষ্ঠাতা নেতাদের দর্শন অনুসরণ করে এক শক্তিশালী, সমৃদ্ধ এবং উন্নত পাকিস্তান গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  তিনি বাংলার নেতাদেরও পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য স্মরণ করেন।

অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মিডিয়া প্রতিনিধি এবং বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।