ময়মনসিংহ , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পারভেজ হত্যায় যারাই জড়িত থাকুক, যেন ব্যবস্থা নেওয়া হয়: ছাত্রদল সভাপতি

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা পারভেজ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী নেতাদের যেন মামলায় আসামি করা না হয়, সেজন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করে ছাত্রদল সভাপতি বলেন, ‘পারভেজ হত্যার পর পরই বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। এ সময় তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত, বৈষম্যবিরোধী নেতা-কর্মীরা যেন এ মামলায় আসামি না হয় সেজন্য চাপ দেন। পরবর্তীতে রাতের বেলায় তারা একটি প্রেস কনফারেন্স করলেন, এটি তাদের নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখবো। তারা সরাসরি অস্বীকার করেছেন, তারা বলেছেন—আমরা নাকি বৈষম্যবিরোধী নেতাদের উদ্দেশ্যমূলক ভাবে জড়িত করে অভিযোগ করেছি। কিন্তু পরবর্তী যখন সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হলো, তখন দেখা গেল— বৈষম্যবিরোধী নেতাদের দুজন এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং বেশ কয়েকজন আশেপাশে ছিলেন। এরপর থেকে তাদের কোনো স্টেটমেন্ট নেই।

বৈষম্যবিরোধীসহ বিগত আন্দোলনের স্টেকহোল্ডার দাবি করে তাদের উদাসীনতা ও স্বার্থ হাসিলের কর্মকাণ্ডের কারণে আপনারা দেখেছেন ইতোমধ্যে ঢাকার রাজপথে ছাত্রলীগ মিছিল করা শুরু করেছে। এজন্য জুলাই-আগস্ট আন্দোলনের যারা স্টেকহোল্ডার দাবি করেন, তাদের উদাসীনতা দায়ী। কারণ বিগত নয় মাসে ছাত্রলীগের বিরুদ্ধে তাদের সামান্যতম কোনো অবস্থান নেই, শুধুমাত্র শাহবাগ থানায় একটি মামলা এবং ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়টি ছাড়া। যেকোনো ঘটনায় আমি তাদের সঠিক তথ্য দেওয়া আহ্বান জানানোসহ যেকোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, পারবেজ হত্যার সঙ্গে তাদের নেতা-কর্মী যে-ই হয়ে থাকুক না কেন, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তারা শুরুতে যেভাবে ভুল করেছেন, প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন; তারা যেন তাদের ভুল বুঝেন। এছাড়া সঠিক তদন্তের মাধ্যমে পারভেজের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত যেন হয়, তারা সে ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

এর আগে এদিন দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সহ-সভাপতি ইজাজুল কবীর রুয়েল ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরোনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারত করেন। নেতারা নিহত পারভেজের পরিবারের সঙ্গে দেখা করে বাবা জসীম উদ্দিন ও মা পারভীন ইয়াসমিনের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিয়ে সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

এসময় ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগরসহ ভালুকা উপজেলা ছাত্রদলের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পারভেজ হত্যায় যারাই জড়িত থাকুক, যেন ব্যবস্থা নেওয়া হয়: ছাত্রদল সভাপতি

আপডেট সময় ০৮:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা পারভেজ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী নেতাদের যেন মামলায় আসামি করা না হয়, সেজন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করে ছাত্রদল সভাপতি বলেন, ‘পারভেজ হত্যার পর পরই বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। এ সময় তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত, বৈষম্যবিরোধী নেতা-কর্মীরা যেন এ মামলায় আসামি না হয় সেজন্য চাপ দেন। পরবর্তীতে রাতের বেলায় তারা একটি প্রেস কনফারেন্স করলেন, এটি তাদের নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখবো। তারা সরাসরি অস্বীকার করেছেন, তারা বলেছেন—আমরা নাকি বৈষম্যবিরোধী নেতাদের উদ্দেশ্যমূলক ভাবে জড়িত করে অভিযোগ করেছি। কিন্তু পরবর্তী যখন সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হলো, তখন দেখা গেল— বৈষম্যবিরোধী নেতাদের দুজন এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং বেশ কয়েকজন আশেপাশে ছিলেন। এরপর থেকে তাদের কোনো স্টেটমেন্ট নেই।

বৈষম্যবিরোধীসহ বিগত আন্দোলনের স্টেকহোল্ডার দাবি করে তাদের উদাসীনতা ও স্বার্থ হাসিলের কর্মকাণ্ডের কারণে আপনারা দেখেছেন ইতোমধ্যে ঢাকার রাজপথে ছাত্রলীগ মিছিল করা শুরু করেছে। এজন্য জুলাই-আগস্ট আন্দোলনের যারা স্টেকহোল্ডার দাবি করেন, তাদের উদাসীনতা দায়ী। কারণ বিগত নয় মাসে ছাত্রলীগের বিরুদ্ধে তাদের সামান্যতম কোনো অবস্থান নেই, শুধুমাত্র শাহবাগ থানায় একটি মামলা এবং ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়টি ছাড়া। যেকোনো ঘটনায় আমি তাদের সঠিক তথ্য দেওয়া আহ্বান জানানোসহ যেকোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, পারবেজ হত্যার সঙ্গে তাদের নেতা-কর্মী যে-ই হয়ে থাকুক না কেন, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তারা শুরুতে যেভাবে ভুল করেছেন, প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন; তারা যেন তাদের ভুল বুঝেন। এছাড়া সঠিক তদন্তের মাধ্যমে পারভেজের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত যেন হয়, তারা সে ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

এর আগে এদিন দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সহ-সভাপতি ইজাজুল কবীর রুয়েল ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরোনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারত করেন। নেতারা নিহত পারভেজের পরিবারের সঙ্গে দেখা করে বাবা জসীম উদ্দিন ও মা পারভীন ইয়াসমিনের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিয়ে সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

এসময় ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগরসহ ভালুকা উপজেলা ছাত্রদলের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।