ফেসবুক সংবাদ-
তৃণমূল কংগ্রেসের কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলছেন সন্দেশখালির বাসিন্দারা।
এই ঘটনায় সন্দেশখালির নারী পুরুষরা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে পথে নেমেছেন।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে সুন্দরবন অঞ্চলের দ্বীপ এলাকা সন্দেশখালিতে একাধিক নারী তাদের ওপরে যৌন নির্যাতনের যে অভিযোগ তুলেছেন, সেই ঘটনাকে ধর্মীয় মেরুকরণের জন্য ব্যবহার করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
সন্দেশখালির স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখ ও তার সঙ্গীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার অনেক নারী।
মি. শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে আরও অভিযোগ উঠছে যে তারা জবরদস্তি করে গ্রামের মানুষদের চাষের জমি দখল করে নিত। মি. শাহজাহান শেখ জানুয়ারি মাসের গোড়া থেকে আলোচনায় উঠে আসেন।
(সংগ্রহীত)।