ময়মনসিংহ , সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত আমির চাঁদাবাজদের ভালো পথে ফিরে আসতে অনুরোধ করলেন দেশে উদারপন্থি গণতন্ত্র চাই বলেছেন মির্জা ফখরুল চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম ভাইয়া ডাকলে ভালো লাগবে বললেন তারেক রহমান গৌরীপুরে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার উপজেলা শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মৃদু ভূমিকম্প ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সমাবেশ, ভোর থেকেই পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল চট্টগ্রামে বাতিল হলো জবির আন্তঃবিভাগ ফুটবল ম্যাচ জামায়াতের সমাবেশের কারণে রান্নার চুলা জ্বালাতে হিমশিম খাচ্ছে মানুষ, গ্যাস ও এলপিজির সংকট প্রায় ২২ হাজার অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশের সতর্ক অবস্থান সিপিবি কার্যালয়ের সামনে

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তি ভবন’-এর সামনে গিয়ে দেখা গেছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর সদস্যদেরও লক্ষ্য করা গেছে। 

হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়েছে আটটি সংগঠন।

গতকাল (১৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান পিনাকী ভট্টাচার্য।

 বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল বলেন, সারাদেশব্যাপী ধর্ষণবিরোধী আন্দোলন চলছে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা, ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ হচ্ছে। আমরা কমিউনিস্ট পার্টি শুক্রবারও ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটির প্রতিবাদ সমাবেশ করেছি। তার অংশ হিসেবে আজকের কর্মসূচির ডাক দিয়েছে দেশের পনেরোটি বাম ও গণতান্ত্রিক ছাত্র ও যুব সংগঠন। যেমন আমরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন, স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে যেভাবে অংশগ্রহণ করেছি, আজকেও সেভাবে অংশ নেব।

তিনি আরও বলেন, আজকের কর্মসূচিতে অংশ নিচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, উদীচী শিল্পগোষ্ঠী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাসদ (আম্বিয়া অংশ)-এর ছাত্র সংগঠন বিএসএলসহ অন্যান্য সংগঠন।

এই কর্মসূচিকে ঘিরে নানা রকম প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই দেখা যাচ্ছে দেশের বাইরে থেকে একজন ইউটিউব ইনফ্লুয়েন্সার সিপিবির অফিস দখল ও ভাঙচুরের ঘোষণা দিয়েছেন।

ডা. সাজেদুল হক রুবেল বলেন, আমরা শেখ হাসিনার আমলে আগস্ট মাসেও এ ধরনের আক্রমণের শিকার হয়েছি। শুধু তাই নয়, আরও বহুবার আমাদের অফিস আক্রমণের শিকার হয়েছে। ২০১৩ সালে হাসিনার আমলে আমাদের পার্টি অফিস পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখনও আমরা ঘুরে দাঁড়িয়েছি। ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছি।

আমরা কমিউনিস্টরা সব ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির চাঁদাবাজদের ভালো পথে ফিরে আসতে অনুরোধ করলেন

পুলিশের সতর্ক অবস্থান সিপিবি কার্যালয়ের সামনে

আপডেট সময় ১২:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তি ভবন’-এর সামনে গিয়ে দেখা গেছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর সদস্যদেরও লক্ষ্য করা গেছে। 

হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়েছে আটটি সংগঠন।

গতকাল (১৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান পিনাকী ভট্টাচার্য।

 বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল বলেন, সারাদেশব্যাপী ধর্ষণবিরোধী আন্দোলন চলছে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা, ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ হচ্ছে। আমরা কমিউনিস্ট পার্টি শুক্রবারও ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটির প্রতিবাদ সমাবেশ করেছি। তার অংশ হিসেবে আজকের কর্মসূচির ডাক দিয়েছে দেশের পনেরোটি বাম ও গণতান্ত্রিক ছাত্র ও যুব সংগঠন। যেমন আমরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন, স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে যেভাবে অংশগ্রহণ করেছি, আজকেও সেভাবে অংশ নেব।

তিনি আরও বলেন, আজকের কর্মসূচিতে অংশ নিচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, উদীচী শিল্পগোষ্ঠী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাসদ (আম্বিয়া অংশ)-এর ছাত্র সংগঠন বিএসএলসহ অন্যান্য সংগঠন।

এই কর্মসূচিকে ঘিরে নানা রকম প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই দেখা যাচ্ছে দেশের বাইরে থেকে একজন ইউটিউব ইনফ্লুয়েন্সার সিপিবির অফিস দখল ও ভাঙচুরের ঘোষণা দিয়েছেন।

ডা. সাজেদুল হক রুবেল বলেন, আমরা শেখ হাসিনার আমলে আগস্ট মাসেও এ ধরনের আক্রমণের শিকার হয়েছি। শুধু তাই নয়, আরও বহুবার আমাদের অফিস আক্রমণের শিকার হয়েছে। ২০১৩ সালে হাসিনার আমলে আমাদের পার্টি অফিস পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখনও আমরা ঘুরে দাঁড়িয়েছি। ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছি।

আমরা কমিউনিস্টরা সব ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব।