প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা এক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন।
আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এতথ্য নিশ্চিত করেন।

ডিজিটাল রিপোর্ট 
























