শেরপুরের নালিতাবাড়ীতে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি। অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ- অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে দোয়া ও ইফতার মাহফিল এ শরীরক হন।