ফতুল্লায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রিপন (৩০) ও আব্দুল আহাদ (২৫), যারা মাসদাইর এলাকার বাসিন্দা। সোমবার ভোরে মাসদাইর পৌর শ্মশানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম জানান, “মাসদাইর পৌর শ্মশানের সামনের সড়কে প্রায়ই ভোরবেলায় আন্ত:জেলা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা সব কিছু ছিনিয়ে নেয়।” সোমবার ভোরে পুলিশ টহল দেয়ার সময় ওই দুই ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।