ময়মনসিংহ , সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে আমরাও আলোচনায় বসতে রাজি বললেন তাহের মামুনের মাথায় ফ্রিজে রাখা খুলি দুই মাস পর লাগানো হলো সিদ্ধান্ত দেবে সরকার গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে কুশপুত্তলিকা দাহ এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর তারেক রহমান দলীয় এমপি-প্রার্থী তালিকা চূড়ান্তে বৈঠক ডেকেছেন নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার জানিয়েছেন মহাপরিচালক আজ তৃতীয় দিনের সাক্ষ্য ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর বললেন সিইসি সংবাদ সম্মেলন শুরু প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯ তেলেঙ্গানায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফরিদপুরে ভাঙ্গায় দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষ, আহত ৬০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে রোববার বিকেলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলমান সংঘর্ষে অসংখ্য ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পিছু হটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র- ঢাল, শরকি, কালি, কাতরা, টেটা ও সড়কের ইট ব্যবহার করে। অনেকেই মাথায় হেলমেট পরে সংঘর্ষে অংশ নেয়। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে টানা তিন ঘণ্টা উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে থাকে। ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ৬০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, স্থানীয়রা জানান, সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। গত শুক্রবার ওই জমির মাপজোক নিয়ে সালিশ বৈঠকের কথা থাকলেও রোববার বিকেলে বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয়। দুপুরের পর সালিশ বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় উভয় পক্ষের শতাধিক গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল তিনটা থেকে শুরু হয়ে সংঘর্ষ চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকায় সংঘর্ষকারীরা একাধিক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে এবং দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে আমরাও আলোচনায় বসতে রাজি বললেন তাহের

ফরিদপুরে ভাঙ্গায় দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষ, আহত ৬০

আপডেট সময় ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে রোববার বিকেলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলমান সংঘর্ষে অসংখ্য ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পিছু হটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র- ঢাল, শরকি, কালি, কাতরা, টেটা ও সড়কের ইট ব্যবহার করে। অনেকেই মাথায় হেলমেট পরে সংঘর্ষে অংশ নেয়। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে টানা তিন ঘণ্টা উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে থাকে। ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ৬০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, স্থানীয়রা জানান, সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। গত শুক্রবার ওই জমির মাপজোক নিয়ে সালিশ বৈঠকের কথা থাকলেও রোববার বিকেলে বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয়। দুপুরের পর সালিশ বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় উভয় পক্ষের শতাধিক গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল তিনটা থেকে শুরু হয়ে সংঘর্ষ চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকায় সংঘর্ষকারীরা একাধিক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে এবং দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়।