কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন। একইসঙ্গে ১৫টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ১০টায় পৌর শহরের কমলপুর পঞ্চবটি পুকুরপাড় ও দক্ষিণপাড়ার কসাইহাটির এলাকার যুবকদের মধ্যে এ ঘটনা ঘটে।
ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব এসব বিষয় নিশ্চিত করেছেন।
এ সময় উভয়পক্ষ দা, বল্লম লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুকুরপাড় এলাকায় ১৫টি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এতে পুকুরপাড় এলাকার তামিম ও কসাইহাটি এলাকার রাহাতসহ ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে পুকুরপাড় এলাকার আরমান ভূঁইয়া বলেন, খেলা হয়েছে মাঠে এবং যুবকেরা মাঠে ঝগড়া করেছে। কিন্তু হঠাৎ করে কসাইহাটির যুবকেরা আমাদের পুকুরপাড় এলাকায় অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।
এদিকে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত দোকানদার রুবেল মিয়া বলেন, আমি জানি না মাঠে কী হয়েছে। হঠাৎ কিছু যুবক এসে আমাদের এলাকায় দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করেছে। আমার ব্যাপক ক্ষতি হয়েছে। দোকানের সবকিছু ভেঙেছে ও দোকানে নগদ টাকা ছিল টাকাসহ সবকিছু লুট করে নিয়ে গেছে। আমরা নিরপরাধ মানুষ, আমাদের কেন ক্ষতি হবে। আমরা এর কঠিন বিচার চাই।
এ প্রসঙ্গে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পুকুরপাড় এলাকার কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর হয়েছে। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।