শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
আজ ০২ জানুয়ারি ২০২৫ ফুলপুর উপজেলায় বাস স্ট্যান্ড এলাকায় তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে জনসচেতনতামূলক কার্যক্রম হিসেবে যানবাহন কর্তৃক শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাত্রাতিরিক্ত শব্দদূষণের দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এ ৫টি পরিবহনকে মোট ৭০০০/- টাকা জরিমানা করা হয়।
তাছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ কর্তৃক নির্ধারিত বিধিসমূহ মেনে চলার নির্দেশনা দেয়া হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জনাব সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জনাব মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলপুর, ময়মনসিংহ। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ এবং ছাত্র প্রতিনিধিবৃন্দ।
জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।