ময়মনসিংহ , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে তিন বন্ধু নিহত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

কুয়েতগামী বন্ধুকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অন্য তিন বন্ধু নিহত হয়েছেন। বাসের সঙ্গে তাঁদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষ হয়। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত তিনজন হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাকন্ড বীরেরবাড়ী এলাকার মুসলেম উদ্দিন (৩০), সখীপুর উপজেলার আনধি এলাকার নাসির উদ্দিন (৩২) ও একই গ্রামের জুয়েল মিয়া (৩২)। এ ছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আজিজুল হক (৩০)।স্বজন ও হাইওয়ে পুলিশ জানায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মো. মামুন কুয়েত যাওয়ার উদ্দেশ্যে গতকাল সন্ধ্যা ৭টার দিকে একটি প্রাইভেট কার ভাড়া করে ঢাকার উদ্দেশে রওনা দেন। গাড়িতে চালকের সঙ্গে মামুনের তিন বন্ধু ছিলেন। মামুনকে রাতে বিমানবন্দরে নামিয়ে দিয়ে তাঁরা বাড়ি ফিরে আসছিলেন। পথে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় একটি সিএনজি স্টেশন থেকে গাড়িতে গ্যাস ভরা হয়। সেখান থেকে প্রাইভেট কারটি মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা আল বারাকা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিন বন্ধুর মৃত্যু হয়।হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটক করতে পারলেও চালক ও সহযোগীরা দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রাতেই লাশ তিনটি উদ্ধার করে নাওজোর হাইওয়ে থানার নিয়ে যায়। পরে স্বজনেরা এলে সকাল সাড়ে ৯টার দিকে লাশ তিনটি হস্তান্তর করা হয়।নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে তিন বন্ধু নিহত

আপডেট সময় ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

কুয়েতগামী বন্ধুকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অন্য তিন বন্ধু নিহত হয়েছেন। বাসের সঙ্গে তাঁদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষ হয়। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত তিনজন হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাকন্ড বীরেরবাড়ী এলাকার মুসলেম উদ্দিন (৩০), সখীপুর উপজেলার আনধি এলাকার নাসির উদ্দিন (৩২) ও একই গ্রামের জুয়েল মিয়া (৩২)। এ ছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আজিজুল হক (৩০)।স্বজন ও হাইওয়ে পুলিশ জানায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মো. মামুন কুয়েত যাওয়ার উদ্দেশ্যে গতকাল সন্ধ্যা ৭টার দিকে একটি প্রাইভেট কার ভাড়া করে ঢাকার উদ্দেশে রওনা দেন। গাড়িতে চালকের সঙ্গে মামুনের তিন বন্ধু ছিলেন। মামুনকে রাতে বিমানবন্দরে নামিয়ে দিয়ে তাঁরা বাড়ি ফিরে আসছিলেন। পথে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় একটি সিএনজি স্টেশন থেকে গাড়িতে গ্যাস ভরা হয়। সেখান থেকে প্রাইভেট কারটি মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা আল বারাকা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিন বন্ধুর মৃত্যু হয়।হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটক করতে পারলেও চালক ও সহযোগীরা দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রাতেই লাশ তিনটি উদ্ধার করে নাওজোর হাইওয়ে থানার নিয়ে যায়। পরে স্বজনেরা এলে সকাল সাড়ে ৯টার দিকে লাশ তিনটি হস্তান্তর করা হয়।নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।