বরিশালের উজিরপুরে গরু চোরদের ধরতে গিয়ে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল চালক এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৮ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম জানিয়েছেন।
এ ঘটনায় আহত একই এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী নাঈম হাওলাদার ও মো. কাওছার হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে স্থানীয়রা বিষয়টি টের পেলে চোরেরা একটি গরু নিয়ে পালিয়ে যায়।
শিকারপুর এলাকার বাসিন্দা পিন্টু হাওলাদার বলেন, ‘শ্রমিকদল নেতা সাগর মোল্লা তার মোটরসাইকেল নিয়ে চোরের দলের পিকআপ ভ্যানের পিছু নেয়। ওই সময় সাগরের সঙ্গে নাঈম ও কাওছার মোটরসাইকেলে ছিলেন।
‘ধাওয়া দিতে দিতে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে গেলে পিকআপ ভ্যানটি সাগরের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘ওই সময় মোটরসাইকেল রাস্তার ওপর আছড়ে পড়লে চালক সাগরসহ তিন আরোহীর সবাই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সাগরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’
এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ওসি আব্দুস সালাম বলেন, নিহত সাগরের স্বজনরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।