বাংলাদেশকে অত্যাচার নির্যাতন মুক্ত করতে চাইলে ইসলামী শাসন কায়েম করতে হবে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সম্প্রতি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন এর শিক্ষা শিবিরে অংশ নেন জামায়াতে নায়েব আমির ডঃ মজিবুর রহমান। সেখানে বক্তব্য রাখাকালীন এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে ততদিন শান্তি হবে না, ততদিন ঝুলুম বিদায় হবে না, অত্যাচার, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি কিছুই দূর হবে না, যদি না ইসলামী শাসন এখানে কায়েম হয়।
দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনসহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবি জানান জামায়াত নেতারা।