উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা ও ঘন কুয়াশা। দিনের বেলাতেও দৃশ্যমানতা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে
আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিনই কুয়াশার পরিমাণ বাড়ছে এবং সামনের দিনগুলোতে শীত আরও বৃদ্ধি পেতে পারে।
ভোর থেকেই বইছে হিমেল হাওয়া, আর কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় জনজীবনে পড়েছে প্রভাব। বিশেষ করে ভোর ও গভীর রাতে তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন অতিদরিদ্র ও ছিন্নমূল মানুষ।
জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ফসলি জমি ও ঘাসে জমেছে শিশিরবিন্দু। দিনের রোদের উষ্ণতা খুব একটা টিকছে না; সন্ধ্যা নামতেই বাড়ছে শীতের দাপট। মধ্যরাতের পর হিমেল হাওয়ার প্রবাহ আরও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কুড়িগ্রাম শহরের ধরলা নদীর পাড় এলাকার রিকশাচালক আব্দুল বাতেন জানান, সকালে রিকশা নিয়ে বের হলে হাত–পা জমে আসে। কিন্তু না বের হলে সংসার চালানো কঠিন। মানুষ কম থাকায় এখনও কোনো ভাড়া পাইনি তাই বসে আছি।
রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘আজ সোমবার সকাল ৬ টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠান্ডা আরও বাড়বে।’

ডিজিটাল রিপোর্ট 

















