গত শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুজাহিদ পাড়ায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মেহেদী হাসান রোহান (২৫)। আহত অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোহান মুজাহিদ পাড়া এলাকার বাসিন্দা এবং ওই এলাকার ‘চিহ্নিত’ মাদক কারবারি বলে জানা গেছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত সোয়া ১টার দিকে তিনজন যুবক কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেয় রোহানকে। পরে তাকে লক্ষ্য করে ওই যুবকেরা গুলি করতে থাকে। একটি গুলি তার বাম পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গুলিবিদ্ধ রোহানের বিরুদ্ধে খুলনা এবং লবণচরা থানায় একাধিক মামলা রয়েছে। এলাকার মাদক বিক্রিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ‘গোলাগুলির ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’