ময়মনসিংহ , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাড্ডার আফতাবনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

বাড্ডার আফতাবনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

রাজধানীর বাড্ডার আফতাব নগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে সুবর্না আক্তার মিম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে স্বজনেরা মিমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিমের বোন তাহমিনা আক্তার বলেন, তাদের বাড়ি শরিয়তপুর জেলার নওডোবা থানার  হাজি অসিম উদ্দিন  মাতবর কান্দি গ্রামে। বাবার নাম সোহরাব খান। বর্তমানে আফতাব নগর তিন নম্বর রোড একটি বাসায় ভাড়া থাকেন।

তিনি আরও বলেন, মিমের সঙ্গে শেখ সোহেলের দুই বছর আগে বিয়ে হয়। তবে দুজনের এটা দ্বিতীয় বিয়ে। তাদের ঘরে সাত মাসের ছেলে সন্তান আছে। সোহেলের আগের স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকে। সেখানে হাসপাতালের যন্ত্রপাতির ব্যবসা করে। মিমের সঙ্গে পরিচয় হবার পর বলেছিল তার আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে মিমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর জানতে পারে আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির বিষয়টি মিথ্যা। বিয়ের পরেও মিম আফতাবনগর আমাদের কাছেই থাকতো। তার স্বামী সোহেল আমাদের বাসায় যাতায়াত করতো। আগের ঘরের স্ত্রীকে ডিভোর্স দিয়ে মিমকে নিয়ে যাবে বলে জানান সোহেল। এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়া হতো।

তাহমিনা বলেন, গতরাতে মিমকে নিয়ে সোহেল বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে বের হয়। রাত ভোরে মোবাইলের মাধ্যমে জানতে পারি মিম আফতাবনগর নাগরিক হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পরে আছে। পরে সেখানে গিয়ে মিমকে রক্তাক্ত অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মিমের স্বামী তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে গেছে।

বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, গতরাতে আফতাবনগর বি ব্লক থেকে রক্তাক্ত অবস্থায় সিকিউরিটি গার্ডরা উদ্ধার করে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

এসআই আরও বলেন, জানতে পেরেছি স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়েছিল ওই নারী। পরে স্বামী তার পিঠে ও বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বাড্ডার আফতাবনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ০২:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

বাড্ডার আফতাবনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

রাজধানীর বাড্ডার আফতাব নগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে সুবর্না আক্তার মিম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে স্বজনেরা মিমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিমের বোন তাহমিনা আক্তার বলেন, তাদের বাড়ি শরিয়তপুর জেলার নওডোবা থানার  হাজি অসিম উদ্দিন  মাতবর কান্দি গ্রামে। বাবার নাম সোহরাব খান। বর্তমানে আফতাব নগর তিন নম্বর রোড একটি বাসায় ভাড়া থাকেন।

তিনি আরও বলেন, মিমের সঙ্গে শেখ সোহেলের দুই বছর আগে বিয়ে হয়। তবে দুজনের এটা দ্বিতীয় বিয়ে। তাদের ঘরে সাত মাসের ছেলে সন্তান আছে। সোহেলের আগের স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকে। সেখানে হাসপাতালের যন্ত্রপাতির ব্যবসা করে। মিমের সঙ্গে পরিচয় হবার পর বলেছিল তার আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে মিমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর জানতে পারে আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির বিষয়টি মিথ্যা। বিয়ের পরেও মিম আফতাবনগর আমাদের কাছেই থাকতো। তার স্বামী সোহেল আমাদের বাসায় যাতায়াত করতো। আগের ঘরের স্ত্রীকে ডিভোর্স দিয়ে মিমকে নিয়ে যাবে বলে জানান সোহেল। এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়া হতো।

তাহমিনা বলেন, গতরাতে মিমকে নিয়ে সোহেল বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে বের হয়। রাত ভোরে মোবাইলের মাধ্যমে জানতে পারি মিম আফতাবনগর নাগরিক হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পরে আছে। পরে সেখানে গিয়ে মিমকে রক্তাক্ত অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মিমের স্বামী তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে গেছে।

বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, গতরাতে আফতাবনগর বি ব্লক থেকে রক্তাক্ত অবস্থায় সিকিউরিটি গার্ডরা উদ্ধার করে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

এসআই আরও বলেন, জানতে পেরেছি স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়েছিল ওই নারী। পরে স্বামী তার পিঠে ও বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।