মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। হত্যাকাণ্ডের পর বাবার মরদেহের পাশে বসে ছিলেন ঘাতক ছেলে। পরে পুলিশ তাকে আটক করেছে।
গত রোববার (৯ নভেম্বর) রাতের দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। সোমবার (১০ নভেম্বর) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহত মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েক দিন আগে তিনি পরিবারসহ মাদারীপুরের শিবচরে একটি ভাড়া বাসায় উঠেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকেই মতি মিয়া ও তার ছেলে ফারুক মিয়ার (২৭) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল। রাত আনুমানিক ১টার দিকে ঘুমন্ত অবস্থায় পরিকল্পিতভাবে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়। হত্যা করে বাবার মরদেহের পাশে বসেই সিগারেট ধরায় ঘাতক ছেলে। পরে শিবচর থানায় খবর দেয় স্থানীয়রা। সোমবার ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে হত্যাকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ডিজিটাল ডেস্ক 





















