একটি চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তিকে মারধরের জেরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন এলাকাবাসী। এসময় ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
গতকাল (১১ এপ্রিল) রাত ১১টার দিকে সিলেট নগরীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজিজের অনুসারী ও বিএনপি নেতাকর্মীরা মাছিমপুর এলাকায় দিপুর বাসায় যান। এসময় এলাকাবাসী একত্রিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণের চেষ্টা করেন। এতে বিএনপি নেতাকর্মীরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় এলাকাবাসী বিএনপি নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিএনপি নেতা আজিজের উপর আওয়ামী লীগের এক সন্ত্রাসী হামলা করেছে। সে সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরের স্বামী।’তবে এলাকাবাসী বিএনপি নেতাকর্মীদের আটকে রাখার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।