বিভিন্ন সময় দল থেকে বহিষ্কার হওয়া ও স্বেচ্ছায় পদত্যাগ করা মোট ৪০ জন নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। রবিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া পূর্বে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে আবেদন করার পর তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।

অনলাইন ডেস্ক 






















