ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতাকে কুপিয়ে আঙ্গুল বিচ্ছিন্ন

ফেনীর ফুলগাজীতে মীর হোসেন মীরু (৪৫) নামের এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। কে বা কারা এ হামলায় জড়িত তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে রাজনৈতিক ও পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হামলা ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার গাইনবাড়ি এলাকায় তার নিজ দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মীর হোসেন ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে গাইনবাড়ি এলাকায় তার নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন বাবু বলেন, তিনি (মীরু) দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। হামলায় তার দুই হাতের বাহু ও তালুতে আঘাতপ্রাপ্ত হয়েছে। শরীর থেকে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতোমধ্যে এ বিষয়ে মৌখিকভাবে ফুলগাজী থানায় অভিযোগ করা হয়েছে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন বলেন, কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে কথা না বলে বলা যাচ্ছে না। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা আর কি কারণে হামলা করেছে এই বিষয়ে জানার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতাকে কুপিয়ে আঙ্গুল বিচ্ছিন্ন

আপডেট সময় ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ফেনীর ফুলগাজীতে মীর হোসেন মীরু (৪৫) নামের এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। কে বা কারা এ হামলায় জড়িত তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে রাজনৈতিক ও পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হামলা ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার গাইনবাড়ি এলাকায় তার নিজ দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মীর হোসেন ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে গাইনবাড়ি এলাকায় তার নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন বাবু বলেন, তিনি (মীরু) দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। হামলায় তার দুই হাতের বাহু ও তালুতে আঘাতপ্রাপ্ত হয়েছে। শরীর থেকে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতোমধ্যে এ বিষয়ে মৌখিকভাবে ফুলগাজী থানায় অভিযোগ করা হয়েছে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন বলেন, কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে কথা না বলে বলা যাচ্ছে না। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা আর কি কারণে হামলা করেছে এই বিষয়ে জানার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।